আলোর ঠিকানা

সময় যেন থমকে গেছে, আঁধার আসে নেমে আলোর ঠিকানা খুঁজতে যাওয়ার, ইচ্ছে গেছে থেমে মন মাঝারে ডুব দিতে গিয়ে, অন্তর রক্তাক্ত ভাব রুপি লাভা যেন, যন্ত্রনা অব্যক্ত বাকরুদ্ধ অবাক কায়া, হাহাকারে নির্বাক সব হারানোর বিষম ব্যাথা, দিচ্ছে আজি ডাক অশরীরী হয়ে শরীর ভাসে, ভাবলেশহীন বৃত্তে দুমড়ে যাওয়া মনের স্থিতি, পারবে কি কেউ শিখতে প্রিয়জনের নিথরContinueContinue reading “আলোর ঠিকানা”

অসুরের অট্টহাসি

মায়ের আসার সময় হলো, উৎসবের হাত ধরে সিদ্ধিদাতা, বীণাপানি, কার্তিক সম্ভারে তৎসহ লক্ষী দেবী, প্যাঁচা আছে সঙ্গে রাজহংস, ময়ূর, ইঁদুর সবার আদর বঙ্গে সিংহী মামা দাঁত খিচিয়ে, অসুর ভয়ভীত এমন ছবি দেখে মোরা অভ্যস্ত নিয়মিত ভয়ে ভয়ে অসুর আসে, মুচকি হেসে যায় তাহার প্রতাপ আজও কায়েম, সেটা বুঝতে পায় প্রতি বছর অসুর নিধন, হয়ে গেছেContinueContinue reading “অসুরের অট্টহাসি”