কর্কট রোগ বাঁধছে বাসা, এই পৃথিবী’র ফুসফুসে মেদিনী’র জ্বর উর্ধমুখী, প্রথমে যা ছিল ঘুসঘুসে লেলিহান ওই বহ্নিশিখা, জীবপ্রাণ কে করছে গ্রাস সুন্দর ওই বন্যসবুজ, কলিকালে হচ্ছে ত্রাস এনাকোন্ডা, ইগুয়ানা, আর ভয়ঙ্কর ওই জাগুয়ার প্রাণভয়ে তারা দিকভ্রান্ত, সময় বুঝি শেষ এবার মানব শুধু আছে খাসা, ভাবছে কি বা যায় আসে আজ আমার স্বার্থ মিটুক, দেখবো পরেContinue reading “আমাজন”
Category Archives: Bangla Poems
দেশ
বোকাবাক্সে চেঁচামেচি, পথের মোড়ে গলাবাজি ! চায়ের কাপে উঠছে তুফান, সেনাই শুধু কাজের কাজী | দেশ বাঁচাতে কোমর বেঁধে, ফেসবুকেতে বমি করা, টুইটারই বা ব্রাত্য কেন, স্বল্প কথায় গালটি পারা ! গলা এবং নোট এর জোরে, জনাদেশ আজ যায় যে কেনাl “সহিষ্ণুতা দেশবিরোধী”, এমন কথাও বড়ই চেনা ! অপর দেশের সর্বনাশে, নিজ দেশের পোয়া বারোContinue reading “দেশ”
আলোর ঠিকানা
সময় যেন থমকে গেছে, আঁধার আসে নেমে আলোর ঠিকানা খুঁজতে যাওয়ার, ইচ্ছে গেছে থেমে মন মাঝারে ডুব দিতে গিয়ে, অন্তর রক্তাক্ত ভাব রুপি লাভা যেন, যন্ত্রনা অব্যক্ত বাকরুদ্ধ অবাক কায়া, হাহাকারে নির্বাক সব হারানোর বিষম ব্যাথা, দিচ্ছে আজি ডাক অশরীরী হয়ে শরীর ভাসে, ভাবলেশহীন বৃত্তে দুমড়ে যাওয়া মনের স্থিতি, পারবে কি কেউ শিখতে প্রিয়জনের নিথরContinue reading “আলোর ঠিকানা”
অসুরের অট্টহাসি
মায়ের আসার সময় হলো, উৎসবের হাত ধরে সিদ্ধিদাতা, বীণাপানি, কার্তিক সম্ভারে তৎসহ লক্ষী দেবী, প্যাঁচা আছে সঙ্গে রাজহংস, ময়ূর, ইঁদুর সবার আদর বঙ্গে সিংহী মামা দাঁত খিচিয়ে, অসুর ভয়ভীত এমন ছবি দেখে মোরা অভ্যস্ত নিয়মিত ভয়ে ভয়ে অসুর আসে, মুচকি হেসে যায় তাহার প্রতাপ আজও কায়েম, সেটা বুঝতে পায় প্রতি বছর অসুর নিধন, হয়ে গেছেContinue reading “অসুরের অট্টহাসি”
মোদের রাজা
রাজা মোদের, মজার মানুষ, গল্পদাদু’র অবতার ভাই বোন আর বন্ধু সকল, গল্পাঘাতে যে জেরবার রাজা শোনান আশার বাণী, মনের কথা’র আঙ্গিকে কান্না, হাসি, বিদ্রুপে তা’র বুলি ছোটে চারদিকে উন্নয়নের উড়িয়ে ধ্বজা, ধর্ম রথে হন সওয়ার নিন্দুকদের বেছে বেছে, বরাদ্দ হয় বেদম মার গরিব গরিবতর হলো, বড়লোকের ট্যাক ভরে উপচে পড়া ঝুলি নিয়ে, বিদেশপানে কেউ ওড়েContinue reading “মোদের রাজা”
অন্তর-বাহির
কালের রথে হয়ে সওয়ার, জীবন পথে দিই পারি কল্পনা আর স্মৃতি নিয়ে, পকেট আমার বেশ ভারী চক্ষু যুগল বিস্ফারিত, নুতন তারা যাই খুঁজে মনের মাঝে সুপ্ত তারা টিমটিমিয়ে যায় বুজে কান পেতে রই আকাশ পানে নির্ঘোষ যদি যায় শোনা হৃদয়কে জোর করে বোবা মিথ্যে মায়াজাল বোনা অবশেষে ক্লান্ত হয়ে রথের চাকা থামলো যেই স্মৃতিভ্রংশ জরদ্গবContinue reading “অন্তর-বাহির”
তুলির হাসি
ছোট্ট তুলি করেছে পণ , হাসি মুখে আনবে না সুড়সুড়ি বা কাতুকুতু, দাবি কারো মানবে না মনটা তার আজ ভারী ব্যাজার, হাস্যপেশী থাক নিঝুম আনন্দ থাক ব্রাত্য আজি, অট্টহাসি দিক না ঘুম এমন কঠিন ব্রত কেন, সবার প্রশ্ন ওর কাছে “তোমার মতন মিষ্টি হাসি’র মালিক আর কজন আছে?” “গোমড়াথেরিয়াম হওয়া’র থাকতে পারে কি হেতু?” “টেডিContinue reading “তুলির হাসি”
ফোঁড়া পুরান
ফোঁড়া কাব্য করছি যে আজ, বন্ধুবর এর আর্জি ভাবছি উনি গজান কোথায়, হয় কবে তার মর্জি নাসিকা তে করলে বিরাজ, যদি সে হয় নারী সৌন্দর্যে বিঘ্ন ঘটে, মুখটি হবে হাড়ি স্থান বিশেষে দামটি যে তা’র, নানান অনুভূতি পশ্চাদ্দেশে আবির্ভাবে, পড়তে হবেই ধুতি বসতে হবে সাবধানেতে, একটি পাশে হেলে বিরস মনে ভাবতে হবে, যাবেন কখন গেলেContinue reading “ফোঁড়া পুরান”
অভিশাপ-আশীর্বাদ
হাটি হাটি পা পা, হাটছি কেমন দেখে যা কালের হোঁচট বাঁচিয়ে আমি, ঘুরছি শহর থেকে গাঁ রৌদ্র মাখা দিন পেরিয়ে, মেঘমল্লার পাই সাথে ঝরছে বেগে বারিধারা, যেন আশীর্বাদ মাথে অভিশাপ আর আশীর্বাদ, ভারী মজার এই জুটি আশীর্বাদ ভেবে প্রায়ই, অভিশাপের ভেট লুটি যখন বুঝি , অভিশাপে, বাঁধছে আমায় নাগপাশে লড়াই করা’র বল জুগিয়ে, সৌম্য আশীর্বাদContinue reading “অভিশাপ-আশীর্বাদ”
সেদিনও চাঁদ উঠেছিল
যেদিন এলাম ধরাধামে মায়ের আনন্দাশ্রু নামে পরিতৃপ্তি’র হাসি ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম দিলাম হামাগুড়ি আদুল গায়ে গড়াগড়ি দু কদমের স্বপ্ন ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম যেদিন হলাম খাড়া নরম পা ও শিরদাঁড়া যুদ্ধ জয়ের আবেশ ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম যেদিন ফুটলো বুলি চিৎকারে ঘর মাথায় তুলি আবিষ্কারের নেশা ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথমContinue reading “সেদিনও চাঁদ উঠেছিল”