Bangla Songs (বাংলা গান )

Here are some “close to my heart” Bengali Songs, which are royally rendered by my incompetent voice. Love it or hate it, please provide your valuable comments, pleaseeee…

 

Song –  Dekhechho Ki Takey (দেখেছো কি তাকে)

Lyrics Penned by Joy Sarkar

Music Composed by Arna Seal 

Originally sung by Subhamita Banerjee

দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে, তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায় .. (x2)
দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে..

ঝড়া পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যায়, যা রে
এখানে বড় ফিকে সব তুই যা, যা .. যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায়ে হাত বলে রংধনু কে চায় ..
দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে..

আনমনা মেঘ দূরে যায় কেন কে, যা রে
কিছুতেই তার কাছে ধরা দেয না, না না
তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে
ভিজে হয় পাখিরা গায় রংধনু কে চায় ..
দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে..

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা , গা .. গা
তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে
যারা হারায় রূপকথায় রংধনু কে চায় ..

দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে..
বৃষ্টি পায়ে পায়ে, তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায় .. (x2)
দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে..

 

Song –  Amake Amar Moto (আমাকে আমার মতো থাকতে দাও,)

Lyrics Penned, Music Composed, and Originally Sung by Anupam Roy
আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)।
এই জাহাজ মাস্তুল ছাড়খার,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,
আশেপাশে আমি আর নেই।
আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)
এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
(না না না না না না না না না না না না না না না……)
তোমার রক্তে আছে স্বপ্ন যতো,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।
কখনো সময় পেলে একটু ভেবো,
আঙুলের ফাকে আমি কই;
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,
বিলাসের জলে ভাসব না না না।
এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
(না না না না না না না না না না না না না না না……)

Song –  Ami Jamini Tumi Sashi Hey (আমি যামিনী, তুমি শশী হে)

Lyrics Penned by Gouriprasanna Majumdar

Music Composed by Anil Bagchi 

Originally sung by Manna Dey 

আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে
তোমায় হেরিগো স্বপনে
শয়নে তাম্বুল রাঙা
বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে
তুমি যে শিশির বিন্ধু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে
তুমি অগণিত তারা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী
পরাণের মাঝে বাজে

 

Song –  Aaj Dujona’r Duti Poth (আজ দুজনার দুটি পথ)

Lyrics Penned by Gouriprasanna Majumdar

Music Composed and Originally sung by Hemanta Mukhopadhyay 

আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে ।
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

আমার এ কূল ছাড়ি
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি ।

আজ যত বার দ্বীপ জ্বালি
আলো নয় পাই কালি
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেরে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

 

Song –  Hoyto Tomari Jonno (হয়তো তোমারই জন্য)

Lyrics Penned and Music Composed by Sudhin Dasgupta 

Originally sung by Manna Dey

হয়তো তোমারই জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই।

আমি যে নিজেই মত্ত, জানিনা তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই,
হয়তো তোমারই জন্য …..||
আহা…

আমি যে দুরন্ত, দু’চোখে অনন্ত,
ঝরের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই।

তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ,
রেখোনা মনের দন্দ্ব, সব ছেড়ে চলো যাই
হয়তো তোমারই জন্য…..||

 

Song –  Prithibi Amare Chay (পৃথিবী আমারে চায়)

Lyrics Penned by Mohini Choudhuri 
Music Composed by Kamal Dasgupta
Originally sung by Tarun Bandopadhyay

পৃথিবী আমারে চায়, রেখোনা বেঁধে আমায়
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর

প্রণয় তোমার মিছে নয় মিছে নয়
ভালোবাসি তাই মনে জাগে এতো ভয়
চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে
মধুরাতে হবে ভোর
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর

সবার মনের দীপালি জ্বালাতে
যে দীপ আপনি জ্বলে
কেন আর তারে ধরে রাখো বলো
তোমার আঁচল তলে

শোনো নাকি ওই আজ দিকে দিকে হায়
কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়
পথ ছেড়ে দাও, নয় সাথে চলো
মুছে নাও আঁখিকোন
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর

পৃথিবী আমারে চায়….||

Song –  Ejeno Ojana Ek Poth (এ যেন অজানা এক পথ)

Lyrics Penned by Gauriprasanna Majumdar 
Music Composed and Originally sung by Shyamal Mitra

এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
স্বপ্ন একি চেয়ে যে দেখি
এ যেন অচেনা এক দেশ!

জানিনা দু চোখে মোর
এ আলো ছড়ালো আজ কে
জানিনা নতুন এ গান
এ প্রাণে ভরাল আজ কে
ফুরালে এ প্রাণে রবে রেশ ।

খুশি হলো মন
আকাশ কে আজ দেখে
কাটবে আমার বেলা
শুধুই ছবি এঁকে,

জানিনা কানে কানে
কি কথা বাতাস কয়ে যায়
জানিনা এ মন আমার
কেন যে ঝর্ণা হয়ে যায়
হারিয়ে যেতে লাগে বেশ!

 

Song – Koto Din Pore Ele (কতদিন পরে এলে)

Lyrics Penned by Pulak Bandopadhyay 
Music Composed and Originally sung by Hemanta Mukhopadhyay

কতদিন পরে এলে
কতদিন পরে এলে একটু বস
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা
জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি, বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

 

Song – Ek Gocha Rojonigondha  (এক গোছা রজনিগন্ধা)

Lyrics Penned by Gouriprasanna Majumdar
 Music Composed by Nachiketa Ghosh
Originally Sung by Hemanta Mukhopadhyay

এক গোছা রজনিগন্ধা
হাতে দিয়ে বললাম, চললাম

বেশ কিছু সময় ত থাকলাম
ডাকলাম, মন রাখলাম
দেখলাম দুটি চোখে বৃষ্টি
বৃষ্টি ভেজা দৃষ্টি
মনে কর আমি এক মৃত কোন জোনাকি
সারারাত আলো দিয়ে জললাম্, চললাম
এক গোছা রজনিগন্ধা …..॥

এখানেই সব কিছু শেষ নয়
বেশ নয়, যদি মনে হয়
লিখে নিও গল্পের শেষটা,
থাক না, তবু রেশটা
দেখনা গো চেয়ে তুমি আনমনা চরনে
কোন ফুল ভুল করে দললাম, চললাম
এক গোছা রজনিগন্ধা …..॥

 

Song – O Shimul Bon  (ও শিমুল বন)

Lyrics Penned by Gouriprasanna Majumdar
 Music Composed and Originally Sung by Shyamal Mitra

ও শিমুল বন , দাও রাঙিযে মন
কৃষ্ণচুরা দোপাটি আর পলাশ দিল ডাক
মধুর লোভে ভীর জমালো মৌ পিয়াসি ওলির ঝাক
ও শিমুল বন ……॥

কামরাঙা বৌ মুখ ঢাকে লাল চেলি তে
চোখগেলো দেয় না তারে চোখ মেলিতে
দিসনে গ লাজ তারে, দোহাই কথা রাখ
আজ সে দোসর খোজে ঘোমটা করে ফাক
ও সে ঘোমটা করে ফাক
কৃষ্ণচুরা দোপাটি……॥

আজ্কে আমার মন হারাবার এল কি সেই লগ্ন গো
কিসের সারায়, কার ইশারায় স্বপ্নে আখিঁ মগ্ন গো
বৌ কথা কও, ওই যে বাজায় শাঁখ
আবেশে আজ যে তার হৃদয় ভরে যায়
ও তার হৃদয় ভরে যায়
কৃষ্ণচুরা দোপাটি……॥

 

Song – Naam Rekhechhi Bonolota (নাম রেখেছি বনলতা)

Lyrics Penned and Music Composed by Sudhin Dasgupta
 Originally Sung by Shyamal Mitra

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি
বনলতা কও কথা হয়না গো কুণ্ঠিতা
দ্বিধা থরথর মনে তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা…..||

জল ভরা মেঘ ওই দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি
বনলতা কও কথা হয়না গো কুণ্ঠিতা
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি
নাম রেখেছি বনলতা…..||

 

Song – Ogo Kajol Noyona Horini (ওগো কাজল নয়না হরিণী)

Lyrics Penned and  by Pulak Bandopadhyay
Music Composed and Originally Sung by Hemanta Mukhopadhyay

ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল ….. ||

ওগো কাঞ্চন বরনা চম্পক মঞ্জরী করো তাকে চম্পক বরনা
এস উচ্ছল ঝরণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়োনা
ওগো নিবিড় কুন্জ মেঘ দিগন্ত হতে এস মেঘ কালো কুন্তল বরনা
এস অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরণা আননে তার ঝরণা
ওগো ময়ূর পেখম তোলনা, তার লজ্জা তোমাতে ঢাকি
ওগো কাজল ……||

ওগো কুন্জ কোকিল এস পঞ্চম সুর দিয়ে কোকিল কন্ঠী তাকে করোনা
এস অশান্ত সমীরণ দাও দোল দাও দোল ছন্দে ছন্দে তাকে ধর না
ওগো যৌবন বন্যা লীলায় তরঙ্গে কানায় কানায় তাকে ভর না
এস অনন্ত জগতের যত রূপ লাবনী তার রূপে সাধ করে মরোনা
এস আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি
ওগো কাজল …..||

 

Song – Moner Janala Dhorey (মনের জানালা ধরে)

Lyrics Penned and Music Composed by Salil Choudhury
Originally Sung by Hemanta Mukhopadhyay

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়েনা
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা …..||

হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও কভু তো সে ভুল করে না
মনের জানালা …..||

যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ছম ছম নুপুরের সকরুণ সুর
শিকলে বাঁধিতে তাকে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপুর
ধরার বাঁধনে সে তো ধরা পরে না
মনের জানালা…….||

 

 

Song – O Kokila Tore Sudhai Re (ও কোকিলা তোরে সুধাই রে)

Lyrics Penned by Pulak Bandyopadhyay
Music Composed by Hemanta Mukhopadhyay
Originally Sung by Manna Dey

ও কোকিলা তোরে সুধাই রে
সবারই তো ঘর রয়েছে
কেন রে তোর বাসা কোথাও নাই রে
ও কোকিলা তোরে সুধাই রে

বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি
একটি বার ও পরানটা তোর উদাস হয়ে যায় না কি
কখনো কি মন বলে না , এমনি বাসা একটি আমি চাই রে
ও কোকিলা তোরে সুধাই রে

ভালোবাসা দেখলি শুধু, ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন, সে মনটারে খুজলি না
কি সাধ আজও গোপন আছে, দিব্যি করে বল না আমায় ভাই রে
ও কোকিলা তোরে সুধাই রে….

 

Song – Khub Jantey Ichchhe Kore (খুব জানতে ইচ্ছে করে)

Lyrics penned by Mukti Roychoudhury
Music composed by Prabhas Dey
Originally sung by Manna Dey

খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেক খানি বদলে গেছো
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি প্রথম সকাল হলে
স্নান টি সেরে পূজার ফুল তুলে
পুজোর ছলে আমারি কথা ভাব
বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে….

এখনো কি সন্ধ্যে হলে
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভোরে
জানতে ইচ্ছে করে…

এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে …

 

Song – Ami Dur Hote (আমি দূর হতে)

Lyrics penned by Gouriprasanna Majumdar
Music composed and originally sung by Hemanta Mukhopadhyay

আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।।

ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।
ওই রূপের মাধবী মোর সংশয়ে রেখেছি।।

(যেন) কস্তুরী মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে
এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি।

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য।
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।।

 

Song – Rongini Koto Mon (রঙ্গিনি কত মন)

Lyrics composed by Pulak Bandyopadhyay
 Music composed and originally sung by Manna Dey

রঙ্গিনি কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা
সন্দেহে ভরা হোক তোমার দুচোখ
আর কারো চোখে আমি চাইনা চাইনা চাইনা।

হাতে থাক বেমানান কাকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
কাব্যের ভুল থাক তোমার গানের
আর কারো গান আমি গাইনা।

ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সুর্যের ধার করা রুপের আলোয়
এক অতি সাধারন মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়।

হাজার গন্ধ তোলে প্রশ্নের ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রানের এ ধর
আমি বলি ছোট হোক এযে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না।
কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা।

রঙ্গিনি কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা
সন্দেহে ভরা হোক তোমার দুচোখ
আর কারো চোখে আমি চাইনা চাইনা চাইনা।

 

 

Song – Bonotol Fule Fule Dhaka (বনতল ফুলে ফুলে ঢাকা)

Lyrics penned by Mukul Roy
Music composed by Ratu Mukhupadhyay
Originally sung by Hemanta Mukhopadhyay

বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভালো কি লাগে

বাতাসের ফাল্গুনী গান
ভরে তোলে আঙিনা বিতান
দুলে ওঠে মাধবীর প্রাণ
কি অনুরাগে কি অনুরাগে
বনতল ফুলে …

কপোতের বুকে ওই
কত সুখে কপোতী ঘুমায়
লীলা ছলে বনলতা,
কি সোহাগে তরুরে জরায়

ফেলে আসা দুটি কথা তার
ভোলা শুধু হলো না আমার
একা থাকা এতো যে ব্যাথার
বুঝিনি আগে, বুঝিনি আগে

বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভালো কি লাগে

 

Song – Ami Jhorer kachhe (আমি ঝড়ের কাছে )

Lyrics penned, and music composed by Salil Choudhury

Originally sung by Hemanta Mukhopadhyay

 

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে, রাখলাম নিশানা

কখন জানিনা সে, তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে
যত যতনে সাজানো স্বপ্ন, হলো সকলি নিমেষে ভগ্ন
আমি দুর্বার স্রোতে ভাসলাম তরি অজানায় নিশানা.

ওগো ঝড়া পাতা যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো
যদি ডাকো, যদি ডাকো
আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা

 

 

Song – Nishithe Jaio Fulobone (নিশিতে যাইও ফুলবনে)

Lyrics composed by Jasimuddin
 Music composed and originally sung by Sachin Dev Burman

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা রাতি গো
কব কথা শিশিরের সনে রে ভোমরা!
নিশিতে যাইও ফুলবনে।

যদিবা ঘুমায়ে পড়ি- স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে রে ভোমরা!

আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না।
যেও তুমি নীরব চরণে রে ভোমরা!
নিশিতে যাইও ফুলবনে।

 

 

Song – Jodi Kagoje Lekho Naam (যদি কাগজে লেখো নাম)

Lyrics penned by Gouriprasanna Majumdar
Music composed by Nachiketa Ghosh
Originally sung by Manna Dey

যদি কাগজে লেখো নাম… কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম… পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম… সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখো নাম …

হৃদয় আছে যার সেইতো ভালবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালেবাসা কাহিনী হয়ে যাবে।
হৃদয়ে লেখো নাম… সে নাম রয়ে যাবে…।

গভীর হয়গো যেখানে ভালেবাসা
মুখেতো সেখানে থাকে না কোন ভাষা
চোখের আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নিরবে বয়ে যাবে ।
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে…

যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম… পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম… সে নাম রয়ে যাবে।

 

 

Song – Dhitang Dhitang Bole  (ধিতাং ধিতাং বোলে)

Lyrics penned, and Music Composed by Salil Choudhury 
Originally Sung by Hemanta Mukhopadhyay

ধিতাং ধিতাং বোলে, কে মাদলে তান তোলে
আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় |
আয় ছুটে সকলে, এই মাটির ধরাতলে
আজ হাসির করলে নুতন জীবন গড়ি আয়|

আয় রে আয়, লগন বয়ে যায়
মেঘ গুড় গুড় করে, চাঁদের সীমানায়
পারুল বোন ডাকে, চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাকে কোমর বেঁধে আয়
আয় রে আয় আয় রে আয়
আয় রে আয় আয় রে আয় ||

ধিনাক নাতিন তিনা, এই বাজারে প্রাণ বীনা
আজ সবার মিলন বীণায় এমন জীবন বৃথা যায় |
এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার
তাই আমরা গড়ি সকল দিয়ে, সোনার কামনায় |

আয় রে আয়, লগন বয়ে যায়
মেঘ গুড় গুড় করে, চাঁদের সীমানায়
পারুল বোন ডাকে, চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাকে কোমর বেঁধে আয়
আয় রে আয় আয় রে আয়
আয় রে আয় আয় রে আয় ||

 

Song – Megh Kalo Aandhar Kalo  (মেঘ কালো আঁধার কালো )

Lyrics penned by Gouriprasanna Majumder
 Music Composed by Nachiketa Ghosh 
Originally Sung by Hemanta Mukhopadhyay

মেঘ কালো আঁধার কালো, আর কলংক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কূল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
মেঘ কালো আঁধার কালো ……।।

কাশ যে সাদা ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা,
তার চেয়েও সাদা কন্যা, তোমার হাতের শাঁখা।
মেঘ কালো আঁধার কালো ……।।

লজ্জা রাঙ্গা সিঁদুর রাঙ্গা, আর রাঙ্গা কৃষ্ণচূড়া
রাঙ্গা যে গো সাঁঝ আকাশে ঐ যে অস্ত রাগ
কন্যা সবার চেয়েও রাঙ্গা তোমার আলতার ঐ দাগ
মেঘ কালো আধার কালো…….।।

শস্য সবুজ পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চির সবুজ বন
সবার চেয়েও সবুজ কণ্যা তোমার অবুঝ মন
মেঘ কালো আধার কালো।।

 

 

Song – Pother Klanti Bhuley  (পথের ক্লান্তি ভুলে )

 

Lyrics Penned by Gouriprasanna Majumdar
Music composed and Originally sung by Hemanta Mukhopadhyay

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?

চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?

যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

Song – Aaj Dujoar Duti Poth  (আজ দুজনার দুটি পথ)

Lyrics Penned by Gouriprasanna Majumdar
Music composed and Originally sung by Hemanta Mukhopadhyay

আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে ।
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

আমার এ কূল ছাড়ি
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি ।

আজ যত বার দ্বীপ জ্বালি
আলো নয় পাই কালি
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেরে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

Song – Amar Sadh Na Mitilo (আমার সাধ না মিটিল)

Lyrics penned by Atul Krishna Mitra
Music Composed by Kamalakanta Bhattacharya
Originally Sung by Pannalal Bhattacharya

মা…
(আমার সাধ না মিটিল
আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা)-২ ।।
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা।।

(পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না)-২
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা।।

(বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি)-২
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা
সকলি ফুরায়ে যায় মা।।

Song – Poth Harabo Bolei Ebar (পথ হারাবো বলেই এবার )

Lyrics penned, and Music Composed by Salil Choudhury
Originally Sung by Hemanta Mukhopadhyay

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি।

সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি

চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি।

সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি

Song – Sundori Go Dohai Dohai (সুন্দরীগো দোহাই দোহাই)

Lyrics Penned by Pulak Bandopadhyay
Music composed and Originally sung by Manna Dey

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা
আজ নিশিথে কাছে থাকো না বলো না…

অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না
চন্দ্রহারে কাজলধোঁয়া জল ফেলোনা
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে
একটু ফাগুন আগুন দিয়ে না জ্বেলোনা

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা
আজ নিশিথে কাছে থাকো না বলো না…
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

Song – Tumi Nijer Mukhei Bolle Jedin (তুমি নিজের মুখেই বললে যেদিন)

Lyrics Penned by Pulak Bandhyopadhyay
 Music Composed by Provas Dey
 Originally sung by Manna Dey

তুমি নিজের মুখেই বললে যেদিন
সবই তোমার অভিনয়… সত্যি কোন কিছু নয়…
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।

আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল
তুমি ছিলে শুধু রং করা পুতুল
আমার ভুল ভাঙ্গাতে ধুলো হয়ে পরলে যে তাই ভেঙ্গে –
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।

আনন্দ আর নেই গো যেখানে
শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে.

এই বুকের জ্বালা বুকেই গোপন করে
বলো লাভ কি হবে নকল মালা পড়ে
যখন সাজানো ঐ মনের ওপর পরদা দিলে টেনে।
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।

তুমি নিজের মুখেই বললে যেদিন
সবই তোমার অভিনয়… সত্যি কোন কিছু নয়…
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।

Song – Ami Jamini, Tumi Shoshi Hey (আমি যামিনী তুমি শশী হে)

Lyrics Penned by Gouriprasanna Majumdar
 Music Composed by Anil Bagchi
 Originally Sung by Manna Dey

আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।।

মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।

তোমায় হেরিগো স্বপনে শয়নে
তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।

তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে।।

Song – Koto Din Pore Ele (কতদিন পরে এলে)

 Originally sung by Hemanta Mukhopadhyay

কতদিন পরে এলে
কতদিন পরে এলে একটু বস
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা
জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি, বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে একটু বস
তোমায় অনেক কথা বলার ছিল. যদি শোনো
কতদিন পরে এলে

Song – Muchhe Jaoa Din Guli (মুছে যাওয়া দিনগুলি)

Lyrics Penned by Gouriprasanna Majumder 
Music Composed and originally sung by Hemanta Mukhopadhyay

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি।
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো,
এক হয়ে নতুন পথের বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা।
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।

Song – Jibon Khata’r Proti Patay ( জীবন খাতার প্রতি পাতায়)

Lyrics penned by Gouriprasanna Majumder 
Music composed and originally sung by Shyamal Mitra

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায় প্রানের যত দেয়া নেয়া
পূর্ণ হবে না

কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এতো করেও
চেননি তো কভু তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি লও গো ডেকে
সে তো হবেনা

যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে

জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধুলায়
পরশমানিক ফেলে আসো

তোমার প্রাণের ওই ঠিকানায়
দেখেও আমায় তবু কিগো
ডেকে লবে না ll

Song – Ganey Bhubon Bhoriye Debe ( গানে ভুবন ভরিয়ে দেবে)

Lyrics penned by Gouriprasanna Majumder 
Music composed and originally sung by Shyamal Mitra

গানে ভুবন ভরিয়ে দেবে
ভেবেছিলো একটি পাখি
হঠাৎ বুকে বিঁধলো যে তীর
স্বপ্ন দেখা হলো ফাঁকি

তাই গান শোনাতে হায়
কণ্ঠ কেঁপে যায়
তারে হাসিমুখে যেতে দাও
শেষবার শুনে নাও
মনে রেখো ,মনে রেখো
তার এই শেষ গান

যার গান শুনে একদিন
কণ্ঠে পড়ালে মালা
আজ তোমাদের সভা হতে
তার বিদায় নেবার পালা

ঝরে কত তারা অলখে
মনে রাখে বোলো কে
ছিল কত সুর বুকে তার
জানিবে না কেহ আর
মনে রেখো, মনে রেখো
তার এই শেষ গান !

Song – Olir Kotha Shuney Bokul Hasey (অলির কথা শুনে বকুল হাসে)

Lyrics penned by Gouriprasanna Majumder 
Music composed and originally sung by Hemanta Mukhopadhyay

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো ।।

আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।

যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালো বাসো না তো ।।

 

Song – O Nodi Re (ও নদী রে)

Lyrics penned by Gouriprasanna Majumder
Music composed and originally sung by Hemanta Mukhopadhyay

ও নদী রে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদী রে||

তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদী রে||

একুল ভেঙে ওকুল তুমি গড়
যার একুল ওকুল দুকূল গেলো, তার লাগি কি করো
আমায় ভাবছো মিছেই পর
তোমার নাই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে

বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদী রে||

Song – Bondhua Amar Chokhe (বঁধুয়া আমার চোখে)

Lyrics and Music composed, and originally sung by Jatileshwar Mukhopadhyay

বঁধুয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে
নীলাকাশ থেকে একই
বাজে হেনেছে হায়, বিনা কারণে

দিনে দিনে মূল্যবিনে
সে যে আমায় নিলো কিনে
এ মনে যতন করে
বিফল প্রেমের বীজ বুনেছে হায়
বিনা কারণে

আমি তো খুঁজি কারণ
মন আমার করে ব্যারন
বলে কেন আমার মরণ
বিনা কারণে

আমি বাদী, আমি বিবাদী
কথা উধাও অপরাধী
কেন সেই রূপের আগুন
বুকে জ্বেলে আছি বেঁচে হায়
বিনা কারণে

Song – Amae Prosno Kore  (আমায় প্রশ্ন করে)

Lyrics penned and  Music composed by Salil Chowdhury 
Originally sung by Hemanta Mukhopadhyay

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ চেয়ে কেটে গেলো এ জীবন সারা
এ জীবন সারা

কারা যেন ভালোবেসে আলো জেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পেয়েছে ঘুরে ঘুরে মরি মিছে
এক দিন চেয়ে দেখি আমি তুমি হারা
আমি তুমি হারা

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে
আমার চতুর্পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা
গতিহীন ধারা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: