বোকাবাক্সে চেঁচামেচি, পথের মোড়ে গলাবাজি !
চায়ের কাপে উঠছে তুফান, সেনাই শুধু কাজের কাজী |
দেশ বাঁচাতে কোমর বেঁধে, ফেসবুকেতে বমি করা,
টুইটারই বা ব্রাত্য কেন, স্বল্প কথায় গালটি পারা !
গলা এবং নোট এর জোরে, জনাদেশ আজ যায় যে কেনাl
“সহিষ্ণুতা দেশবিরোধী”, এমন কথাও বড়ই চেনা !
অপর দেশের সর্বনাশে, নিজ দেশের পোয়া বারো ,
মেনে নিতে কষ্ট হলে, মানে মানে কেটে পরো !
দেশের সংজ্ঞা বুঝতে হলে, নিজের শিক্ষা ভুলতে হবে !
আদিকাব্যের বিশ্লেষণে, দেশের কথা জুড়তে হবে !
পছন্দসই নির্যাসে যে দেশের মানে যাবে বোঝা,
জবরদস্তি কেন আবার সর্বধর্ম শান্তি খোঁজা!
অর্থনীতি, বিদেশনীতি, গালভরা সব নীতি’র কাহন,
সবার উপর ধর্মনীতি, বাকি সবাই তারই বাহন
বিরোধিতা, দেশদ্রোহে নেই যে তেমন কোন ফারাক
জেলে যাওয়ার হলে মতি, বিরোধীদের লাইনে দাঁড়াক !
রামরাজ্য গড়ার পথে, প্রয়োজন যে বানরসেনা,
গো-ভক্তের ভক্তিস্রোতে, সংখ্যাধিক্য ভীষণ চেনা !
সংখ্যালঘু সমুদায়ের, বাক্যি যেন থাকে মাপা,
বুকনিপ্রবণ হলেই, সংখ্যাগুরু’র ভারে পরবে চাপা !
অতএব ভাবছি বসে, দেশ কি? আমি আদৌ জানি?
প্রথাগত পুঁথি পড়া, অতীতের সব কেরেস্তানি !
দেশভক্তি’র প্রচার সভায়, আমার কোন নেই প্রয়োজন,
দেশটি আমার থাকুক বুকে, রন্ধ্রে বহুক তারই রণন !