সময় যেন থমকে গেছে, আঁধার আসে নেমে
আলোর ঠিকানা খুঁজতে যাওয়ার, ইচ্ছে গেছে থেমে
মন মাঝারে ডুব দিতে গিয়ে, অন্তর রক্তাক্ত
ভাব রুপি লাভা যেন, যন্ত্রনা অব্যক্ত
বাকরুদ্ধ অবাক কায়া, হাহাকারে নির্বাক
সব হারানোর বিষম ব্যাথা, দিচ্ছে আজি ডাক
অশরীরী হয়ে শরীর ভাসে, ভাবলেশহীন বৃত্তে
দুমড়ে যাওয়া মনের স্থিতি, পারবে কি কেউ শিখতে
প্রিয়জনের নিথর দেহ, করছে যেন ব্যঙ্গ
“দ্যাখ কেমন ফাঁকি দিয়ে করলাম ত্যাগ সঙ্গ”
“থাকিস সবাই রসে বসে, হউক সবার ভালো”
“এই আঁধার থাকবে না আর, উঠবে ভরে আলো”
“পাখি’র ঝাঁকে খুঁজিস আমায়, খুঁজিস ফুলের মাঝে”
“থাকবো আমি সুপ্রভাতে, থাকবো শ্যামলা সাঁঝে”
“আহির ভৈরবী তে আছি, বাগেশ্রীতেও পাবি”
“সরিয়ে আঁধার, পথ চলাটাই, আমায় পাওয়ার চাবি”
“মনের মাঝে থাকবো নিয়ে আশীর্বাদের ডালি”
“থাকবো চিরকালের মতোই, তোর বাগানের মালি”
“চোখের জলে পাই যে ব্যাথা, কোনো মলম নাই”
“হাসি মুখে জীবন যুদ্ধে যুঝে চলিস তাই”
দারুন লিখেছেন 👍
Thank you so much