সেদিনও চাঁদ উঠেছিল

যেদিন এলাম ধরাধামে মায়ের আনন্দাশ্রু নামে পরিতৃপ্তি’র হাসি ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম দিলাম হামাগুড়ি আদুল গায়ে গড়াগড়ি দু কদমের স্বপ্ন ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম যেদিন হলাম খাড়া নরম পা ও শিরদাঁড়া যুদ্ধ জয়ের আবেশ ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথম যেদিন ফুটলো বুলি চিৎকারে ঘর মাথায় তুলি আবিষ্কারের নেশা ছিল সেদিনও চাঁদ উঠেছিল প্রথমContinueContinue reading “সেদিনও চাঁদ উঠেছিল”