বসুধৈব কুটুম্বকম, বড়ই সহজ কথা
পরমাত্মা সবার উপর, দ্বিমত যে নেই সেথা
তবে কেন আত্মা বিশেষ, বিশিষ্ট পদ পায়
মন্দ এবং ভালো আত্মার যুদ্ধ বাধে হায়
আত্মা যখন অনাত্মীয়, বিচার বুদ্ধি ব্রাত্য
অরাজকতা বিশ্ব জুড়ে, প্রাচ্য বা পাশ্চাত্য
কোথাও ব্রাত্য খাদ্য বিশেষ, কোথাও বা বেশভূষা
নিজ স্বার্থ সবার উপর, ব্রাত্য অমানিষা
ট্রেনে সিটের দখল নিতে, প্রাণ এর দখল ছাড়া
গোমাতা কে করতে সেবা, সহজ যে প্রাণ হরা
ধর্ম যখন আছে সহায়, বাঁচাবে রাজনীতি
দেশের আইন ও প্রশাসনে নেই কোনো আজ ভীতি
ধর্ম ভাব এর জিগির তুলে, অধর্মের রমরমা
রামরাজ্যের স্বপ্ন যে আজ ভাবের ঘরে জমা
এমন হাহাকারের মাঝে, চড়ছে দেশে ঘুঘু
অমানুষের ভিড়ে যে আজ, মানুষ সংখ্যালঘু
Wonderful.Worth reading in today’s context.
Thanks a lot.
There are some poems which live for ever in the heart ! This poem falls under this category . Bravo poet !!
Thank you so much for the kind words, Madam!