This poem depicts my state of mind during the birth of my son.
দুরু দুরু বক্ষে, হাসপাতাল কক্ষে
অপেক্ষা রত এক জন
কখন সে দেখা দেবে, খালি বুক ভরে যাবে
কিছুতেই কাটেনা যে ক্ষণ
হঠাৎ করে পড়ল ডাক,
দৌড়ে গিয়ে দরজা ফাঁক
হাসি মুখে দন্ডায়মান,
সৌম্যদর্শী নার্স
তোয়ালে পরিবৃত হাতে
নতুন প্রাণ শুয়ে তাতে
চেষ্টা করছে মুষ্টিবদ্ধ
চোখ এর দৃষ্টি সীমাবদ্ধ
আমার প্রাণ এর টুকরো সে যে
সাবধানে তে নিলাম বুকে
চোখের জল আর বাঁধ মানে না
বইতে দিলাম আপন সুখে
Kobita’r Naam ta Bhari sundor hoyeche! Shontan ke prothom Kiley niley shob baba mayer Noyon e oshrushikto hoye othey! Mon ke chuye jaoa ekti kobita