This piece was written to commemorate the birthday of our Whatsapp group Ponchobyanjon (a group of classmates from school days). “Rosoraj” as mentioned in the poem is the founder of this group. 🙂
দুই কুড়ি আট পেরিয়ে গিয়ে
নতুন করে জীবন জানা
শৈশব যখন এলো ফিরে
ভেসে যেতে নেই কো মানা
বছর অতিক্রান্ত হলো
রসরাজ এর অমর কৃতি
প্রযুক্তি কে লাগিয়ে কাজে
ফিরলো সকল সুখের স্মৃতি
কেউ বা শান্ত, কেউ বা দামাল
কেউ থাকে চুপ, কেউ বা বাচাল
সুখ দুঃখ মিলে মিশে
ভাঙলো সংকোচের এই দেওয়াল
মরীচিকা নয় যে এ স্থান
অবিকৃত সুখের ঘাঁটি
জীবন রুপি মরুভূমে
মরুদ্যান এ ভীষণ খাঁটি
ধন্য মোরা হলাম যে আজ
মুলতুবি থাক, জরুরি কাজ
পঞ্চব্যাঞ্জনী রা সবাই
মাতুক, জন্মদিনের রেওয়াজ
পঞ্চব্যঞ্জন, থাকুক ভরে
সজ্ঞানেতে, নয় যে ঘোরে
নিচ্ছি যে পণ, এই প্রভাতে
সুখের দাপট, দুঃখ ওড়ে