রাখি উৎসব

প্যাচপ্যাচে এই ভাদ্র মাসে কেউ বা কাঁদে, কেউ বা হাসে তারই মাঝে, সে একটি দিন, তার তুলনা নাই চোর পুলিশের হবে খেলা এবার বদলা নেওয়ার পালা রাখি হাতে ছুটছে যে বোন নিরাসক্ত ভাই এই তো গত বুধবারেতে প্রেমপত্র পড়েছে হাতে আজ সে জবাব দেওয়ার কালে একি দেখি রূপ ঢাউস রাখি’র সে কি বাহার চকমকে ফুল,ContinueContinue reading “রাখি উৎসব”

অগতি’র গতি

আকাশ ভরা মেঘ দেখে আজ মন যে প্রমাদ গোনে বিস্তর কাজ রয়েছে পড়ে প্রিয়া কি তা জানে? গত রাত্রি’র মহাভোজে ঘর তো লন্ড ভন্ড বেসিন টা আজ বাসন বোঝাই তেলে ঝোলে প্রচন্ড ঘরের মেঝে, খুশি’র দাগে করছে যে জ্বল জ্বল অসাবধানে পা ফেললেই পপাত ধরণীতল এমন দিনে কেমন করে প্রিয়া রে আজ ডাকি প্রিয়া’র প্রয়োজনContinueContinue reading “অগতি’র গতি”

পঞ্চব্যঞ্জনের জন্মদিনে

This piece was written to commemorate the birthday of our Whatsapp group Ponchobyanjon (a group of classmates from school days). “Rosoraj” as mentioned in the poem is the founder of this group. 🙂 দুই কুড়ি আট পেরিয়ে গিয়ে নতুন করে জীবন জানা শৈশব যখন এলো ফিরে ভেসে যেতে নেই কো মানা বছর অতিক্রান্ত হলো রসরাজContinueContinue reading “পঞ্চব্যঞ্জনের জন্মদিনে”

পুজোর ক্ষণ

শিউলি গন্ধ, পাচ্ছো কি আজ, মন টা কি আনচান? শ্বেতশুভ্র কাশফুল কি, আনছে গলায় গান? নবরূপে সাজতে কি আজ, চাইছে বড় মন? উত্তর টা হ্যাঁ যদি হয়, এটাই পুজো’র ক্ষণ সাত সকালেই শয্যা ছেড়ে, উঠতে ইচ্ছে হয়? আকাশবাণী’র মহালয়া বাঁধছে কি আজ লয়? বীরেন ভদ্র হন যদি আজ, ভালোবাসা’র জন নিশ্চিত করে জেনো তবে, এটাইContinueContinue reading “পুজোর ক্ষণ”

মহালয়া’র গল্প

আশ্বিনের এই শারদ প্রাতেঃ, থাকুক সবাই দুধে ভাতে বেতারে তে হচ্ছে আবাহন বিরু ভদ্র’র উদ্দাত্ত স্বর, করছে আপন, যে ছিল পর মিষ্টি ছুটি’র কোলে অবগাহন পিতৃপক্ষ নিলো বিদায়, দেবীপক্ষ চোখ মেলে চায় এলো বুঝি নতুন সে এক ভোর অমাবস্যা’র অন্ধকারে, ঢাকা কত অজানা রে জানতে চাইলে,করবো নাকো জোর স্বর্গীয় সব আপনজনে, আকুতি যে দুই নয়নেContinueContinue reading “মহালয়া’র গল্প”

ভেলেন্তি পুজো

শোন রে জোয়ান, শোন রে বুড়ো, সটান এবং কুঁজো চতুর্দশ এই পার্বন, তার নাম ভেলেন্তি পুজো পুরোহিত এর নেই প্রয়োজন, যজ্ঞে দিতে ঘি আগুন নিজ ধর্মে জ্বলে, পুরুষ হোক বা স্ত্রী ধার করা এই পার্বন আজ, নিলো আপন করে উচ্চবিত্তে’র পেরিয়ে উঠোন, সবার ঘরে ঘরে ফুলের বাজার রমরমা আজ, গোলাপ হলো রাজা কান বিদারী বাজনাContinueContinue reading “ভেলেন্তি পুজো”

জন্মদিন

আরো একটি বছর পেরোয়, কালের নিয়ম মেনে আরো একটি রাত পোহালো, জীবন মূল্য জেনে সময় আবার ফিরে দেখা’র, কি রাখবো মনে কোনটা ভুলে যাওয়াই শ্রেয়, ভাবুক প্রিয়জনে গত বছর কেমন গেলো, প্রাপ্তি হলো কত অগ্রগতির মাপ বুঝতে, হলাম চিন্তারত হিসাব করা’র আলতো প্রয়াস, বন্ধু পেলাম কটা কোন বন্ধু করলো আঘাত, ফিরিয়ে দিলাম কটা এমন জটিলContinueContinue reading “জন্মদিন”