সূর্যদেবের প্রচন্ড রোষ, পুড়ছে যেন বঙ্গ
মানব ত্রাহি রব তুলেছে, কাঁদছে তাহার সঙ্গ
তৃণ মূল উত্পাটিত, বোঝো এবার ঠ্যালা
সবুজহীনা রুক্ষ ভূমি, কাঁদছে যে এই বেলা
অনন্ত তাপ আছড়ে পড়ে, যেন শক্তিশেল
তার ই মাঝে ভোট বাবুরা, দেখান তাদের খেল
পাড়ায় পাড়ায় মিটিং মিছিল, সুয্যি মাথায় নিয়ে
গালাগালি হুঙ্কার সব, যাচ্ছে তারা দিয়ে
ভিড় এর মাপ টা দেখে সবাই এই ভাবতেই ব্যস্ত
জোট সরকার হচ্ছে নাকি? ঘাস ফুল কি অস্ত?
নাকি ওস্তাদ খেল দেখাবে, মারবে যে শেষ রাতে
খেল সফল, আগামী ৫, কাটবে যে দুধ ভাতে
মে’র উনিশ, তাকিয়ে সবাই, কি হয় যে সেইদিন
লাল সবুজ না নীল্ সাদা, বাজবে কাহার বীন
বীন বাজবে, সুর-বেসুরে, সুয্যি’র তাতে কি?
তার রাগেতে পড়ছে যেন, বালতি বালতি ঘি
অতএব, বাঁচার তরে, আকাশ পানে চাই
যদি কিছু জলভরা, মেঘের দেখা পাই
গহন মেঘের ছায়া বড়, প্রিয় মনে হয়
ঢেকে সুয্যি, দেখাও প্রতাপ, বাজুক তোমার লয়