This was written to welcome a dear friend into our Whatsapp group of Schoolmates.
সুস্বাগত বন্ধু ওরে, মোদের সভা মাঝে
হৃদয় ভরা খুশির জোয়ার, এলো যে এই সাঝে
আনন্দএর এ নিকেতনে, হল পদার্পণ
ভুলে যাওয়া দিনের স্মৃতি, সবই যে আপন
বিশ্বের সব প্রান্তে মোরা, রই ছড়িয়ে বেশ
হেথায় খুঁটি বাধা মোদের , সবার উপর দেশ
সেই দেশেরই এক কোণাতে, ছিল মোদের স্কুল
স্কুল এর বাঁধন পোক্ত, তাকে ছিড়তে যাওয়া ভুল
সেই বাঁধন এর টানেই হলাম, একত্র আবার
ছেলেবেলা ফিরে পেলাম, আনন্দ সবার
আয় না, বাঁধন ধরে রাখি, চেষ্টা তে আপ্রাণ
এই সুখেতে হোক না রে সব দুঃখের অবসান