একদিন হঠাৎই আবিষ্কার করলাম যে আমার আবোল তাবোল লিখতে বেশ লাগছে| শব্দমালার গোলকধাঁধায় কিছু ছন্দ হাতছানি দিলো আমায়| আপন খেয়ালে লিখতে লিখতে দেখি যে বিভিন্ন লেখার মধ্যে যোগসূত্র পেতে বড্ড পরিশ্রম করতে হচ্ছে| অগত্যা, দিলাম জুড়ে একটি নাম – হরেকরকম্বা| এই অপারগ কবি’র ধৃষ্টতা মার্জনা করে দেখুন না, কিছু রস খুঁজে পাওয়া যায় কি না!